গরীবের কথা বাসি হলে ফলে.. ২০২১ সালের কোন এক সময় প্রেডিকশন দিয়েছিলাম! ফেসবুক সপ বা এফ কমার্স এক সময় Meta কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। অলরেডি যারা বুষ্টিং বেস ব্যবসা পরিচালনা করছিলেন, তাদের রিচ কমে যাচ্ছে, রিচ থেকে ক্লায়েন্ট এর তেমন সারা পাওয়া যাচ্ছে না। সেল কম এবং সেই সাথে ফেসবুক মার্কেট প্লেসে প্রডাক্ট রিভিউ দেখাচ্ছে না।
অনেক এলগারিদম, অনেক গবেষনা ও অনেক প্রতিকূলতার মধ্যেও এফকমার্স নিয়ে অনেকেই কাজ করে যাচ্ছিলেন। আমি বার বার তাদেরকে বলেছি, ফ্রী প্লাটফর্মে ব্যবসা পরিচালনা করার মানষিকতা বাদ দিতে হবে। বরং এও বলেছি এফ কমার্স এর উপর নির্ভরশীল না হয়ে, বরং পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ইকমার্স প্লাট ফর্ম দাড় করান। অনেকে সেটাকে পাশ কাটিয়ে গেছেন, খরচের চিন্তায়। আপনাদেরকে বুঝতে হবে এবং জানতেও হবে যে… আধুনিক বা এই আইটি নির্ভর যুগে ওয়েব নির্ভর ব্যবসা পরিচালনা আপনার খরচ নয়, এটা ইনভেস্টমেন্ট। এটা আপনার একটা সেলস টুলস।
এবার Meta কর্তৃপক্ষ সরাসরি বলেই দিয়েছে, August 10, 2023 থেকে ফেসবুক Shop ফিচারটি আর কাজ করবে না। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন ফিচার বন্ধ করে দিয়েছে এবং আরো দিবে।
বিস্তারিত পড়ুন:
https://www.facebook.com/business/help/623552069600842

আসুন বাস্তবতাকে মেনে নিন এবং সঠিক পরামর্শ নিন ও উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরি করুন। এখনই সময়, এখনই প্রস্তুতি না নিলে, পরে পস্তাবেন।
এ সংকট থেকে উত্তরনের জন্য সঠিক পরামর্শ ও সঠিক পদক্ষেপ নেয়ার জন্য যোগাযোগ করুন:
01912477441 (whatsApp), 01612477441 (weChat)
