তোমরা সবাই ডুবে মরার পর!
আমি ওই নদীর সব জল শুষে নিব!
তোমরা এই শহরের জঞ্জালে আত্মাহুতি দেয়ার পর,
এই শহরে আমি আবার আসবো!
আমি ওই নদীর সব জল শুষে নিব!
তোমরা এই শহরের জঞ্জালে আত্মাহুতি দেয়ার পর,
এই শহরে আমি আবার আসবো!
গ্রামের সর্বশেষ হিজলের মৃত্যুর পর,
আমি গ্রামে ফিরে যাব!
দায় নিব না কোন কিছুর….
আমি গ্রামে ফিরে যাব!
দায় নিব না কোন কিছুর….
