মনে রাখিও এই শহরে আমিও ছিলাম,
যে ভালবাসতো তোমাদের!
তোমাদেরই তৈরি করা জঞ্জালে ভরা,
মিথ্যে কথার শহরে সে আর থাকবে না।

তোমরা কেউ কথা দিয়ে কথা রাখ না।
তোমরা মিথ্যা আশ্বাসে, আগুনে পুড়িয়ে মানুষ মার।
তোমরা পুজির জোরে সব ধামাচাপা দেও!
তোমরা ক্ষমতাকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ো!
এটি এখন দু’পেয় দৈত্যের শহর!
তোমরা একেকজন মনুষ্যত্বহীন দৈত্য!