সেরা… কে?
আমার ছায়া…
কারন একমাত্র সেই,
আমাকে হুবহু নকল করতে পারে!
এবং সে আমার দ্বারাই সৃষ্ট!
কিন্তু সে আমার রং ধরে না!
আমাকে তার মাঝে আর তাকে,
আমার মাঝে বিলীন করে না!
তারপর তৃতীয় সেরা আয়না,
সেও আমাকে নকল করে হুবুহু!
কিন্তু সে আমার রং ধরে,
আমার মাঝে নিজেকে বিলীন করে!
আমার রং ও সে ধারন করে!
আর প্রথম?
প্রথম আমার প্রিয়তমা….
কারন আমি নিজেকে বিলীন করি করি তোমাতে।
হারিয়ে ফেলি তোমার মাঝে।
হারাতে চাই… বারে বার অজস্রবার…
আলোর গতিতে…. আদিম ক্ষিপ্রতায়….
বাকিদের কাছে, আমি অবিকল আমার
