শ্যাম বালিকা তোমায় বলি!
আমি তোমার “তুমি” হতে চাই!
একজীবনে সবাই ‘তুমি’ হতে পারেনা,
কেউ কেউ ‘আপনি’র দুর্বিপাকেই ঘুরপাক খায় সারাটা জীবন ..
আমি এই ঘুর্নি বর্তে থাকতে চাই না!
আমি তোমার হতে চাই!
একান্তেই তোমার!