আমি সার্বক্ষনিক নানা ধরনের কাজেই ব্যস্ত থাকি, এর মধ্যে রাজনীতি, অর্থনীতি, সামজিক নানাবিধ আলোচনাগুলো আমার নজর এড়ায় না, কিন্তু যখনই শুনি কোন মেয়ে ধর্ষিতা হয়েছেন, কোন বোন লাঞ্চিত হয়েছে, শুনি কোন বাসায় ডাকাতি বা চুরি হয়েছে, কোন ব্যক্তি বা শিশু অপহরন হয়েছে……. নিজের অজান্তেই আমার পকেটে হাত চলে যায়, ফোন করি আমার বউরে, একটু কথা বলি আমার দুই বছরের মেয়ের সাথে, আমার মায়ের সাথে…. দিনে অন্তত এই ঘটনা আমি দুবার করি…. ক্যান? আমি কি নিশ্চিন্তে কাজ করতে পারি না? এই নাগরিক সমাজে কি আমার কোন মূল্য নেই? কেন আমার কোন নিরাপত্তা নেই? কেন আমাকে সকালে ঘর থেকে বের হতে হয় অনিশ্চয়তার মধ্যে? আমি যেদিন ফোন দেই না…. সেদিন আমার বউ বা মা বা আমার বড় ভাবি ফোন দেয়! আমি সকালের নাস্তা করেছি কিনা, দুপুরে খেলাম কিনা? আমি বুঝি ওরা আসলে বুঝতে চায় আমি নিরাপদ আছি কিনা…. পরিবারে আয়ের লোকটা সুস্থ আছে কিনা….. কেন? আমার পরিবারকে অযথাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে? কেন আমাকে ঘিরে তারে নানা ধরনের সংকা তৈরি হবে? কেন? কেন? কেন?
এই কেনগুলোর উত্তর কে দিবে? রাষ্ট্রের কি কোন দায় নেই?
