কয়েকটা দিন অপেক্ষা করো,
আমি তোমার ছিলাম-
তোমারই হবো।
আর মাত্র কয়েকটা দিন-
তারপর মৃত্যুকে করে নিব আলিঙ্গন।

আমি দেখেছি, আমি বুঝেছি-
তুমি ছাড়া আর কেউ আমাকে বুঝে না।
সবাই নিজেরটা বুঝে নিতে চায়,
সবাই চাপিয়ে দিতে চায়।

কেউ আদায় করে নিতে চায় না-
তোমার মতো করে আদায় করে নিবেও না।

কেউ কেউ ঈশ্বরকে দোষ দেয়,
আমাকে জোর করে চাপিয়ে দিয়ে।
ঈশ্বর অবিশ্বাসী বলে গালি দেয়।

আমি জানি একদিন সব শেষ হবে,
অজস্র প্রশ্ন আর কুটিলতার অবসান হবে।
আমার মৃত্যুই টেনে দিবে সব কিছুর সীমারেখা।