আমার শব্দ ভান্ডারের সীমাবদ্ধতায়,
বলতে পারছি না কতটুকু ভালবাসি…
আমার জ্যামিতিক জ্ঞানও সীমাবদ্ধ,
তাই গভীরতা মাপাতে পারিনি…
আমি জ্যোতিষ জ্ঞান শুন্য…দিকভ্রান্ত,
তাই দিকবিদিক ঘুরা ফেরা করি!
আমি বর্নান্ধ,
তাই ভালবাসার রং কেমন, জানিনা…
পরিসংখ্যানে আমি অথৈবচ…
নইলে জরিপ করে জানিয়ে দিতাম…
কার কার চাইতে আমি বেশি ভালবাসি!
