সমুদ্র আর পাহাড়গুলি তোমার,
বিনিময়ে ভালবেসে যাও।

প্রতিটি চুমোর বিপরীতে,
একটি একটি করে নক্ষত্র!

হাসির জন্য ঝর্না, নদী
বাহু তলে আসলেই পাবে, চাঁদ।

জোস্নার আলোতে,
ভেজা এলোচুলে পাবে জোনাকী।