এখনকার কবিদের কাছে আমার অনুরোধ-
কবিতায় এখন আর প্রেম আনিয়েন না,
এখন কবিতায় ঘৃনা আনুন,
কবিতায় এখন আর স্বপ্ন আনিয়েন না,
স্বপ্নগুলো জমা রাখুন-
এখন কবিতায় দ্রোহ আনুন-
এখন কবিতায় প্রতিবাদ আনুন-
এখন কবিতায় প্রতিরোধ আনুন-
এখন কবিতায় প্রতিশোধ আনুন-
এমন কবিতা লিখুন-
একজন তরুন যেন ছিড়ে ফেলে দেয়
ওই প্রতিবন্ধি সংবিধান-
যে সংবিধান প্রশয় দেয় সাম্প্রদায়িকতাকে…
এমন কবিতা লিখুন-
একজন তুরুনের যেন ঘৃনা জন্ম নেয়
খোড়ালুলা ওই রাষ্ট্র ব্যবস্থায়!
যে সংবিধান আশ্রয়দেয় প্রতিক্রিয়াশীলদের…
এখন কবিদের কাছে চাই একেবারে শেষের কবিতা
যেখান থেকে আবার শুরু হবে-
“চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা–
তীরের মতো, বর্শার ফলার মতো, কাটার মতো;
ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো,
ন্যুরালজিয়ার ব্যথার মতো”
কবিরা আমায় ক্ষমা করবেন,
আমার এই অনুরোধ আপনাদের রাখতেই হবে-
নচেৎ কবিতা লেখা বন্ধ করুন।
