এনে দিতে পারি জলফড়িং!
দিতে পারি সাদা বকের মতো মেঘ-
সাথে রৌদ্রউজ্জ্বল দিন।
কামাতুর হয়েও বসে থাকবো, নিথর!
অপেক্ষা করবো সঙ্গমের ইশারা!
আমি প্রেম এনে দিতে পারি হৃদয়ে,
ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জাগাবো শরীর!
“জন্মসূত্রেই আমি তোমার প্রেমিক, প্রিয়তমা…”
মাঝের সময়ে ভুল পথে ছিল আমার পরিভ্রমন!
প্রিয়তমা,
সব কিছু হারানোর পর যে আমি,
সেই আমার আমি, তোমার হতে চাই!
প্রিয়তমা,
সব কিছু হারানোর পর যে তুমি,
সেই তোমার তোমাকে আমি চাই।
কে তুমি সেই জন –
প্রনয়ের সুখে করিবে মোরে আলিঙ্গল?
প্রনয়ে প্রলয়কান্ড ঘটাবো,
জোড়া অধরের চুম্বনে-
ভুলিয়ে দিব তোমার সব হারানোর ব্যাথা।
