আমি, তোর নাম লিখেছি প্রতিটি বর্ণমালায়
আমি, প্রতিটি কচি পাতায়,
খুজে ফিরি তোর প্রতিচ্ছবি।

প্রিয়া আমার, আমি এখনো মিছিলে যাই,
প্রতিটি স্লোগানে স্লোগানে তোকে খুজে বেড়াই।

আমার ছায়ার মতো পাশাপাশি কেঊ আর হাটে না,
হাত ধরে এখন আর কেঊ মিছিল করে না,
আমি ছায়াহীন মানুষ আজ!
অজান্তে বেড়িয়ে আসে দীর্ঘ শ্বাস…

এখনো আমি চেয়ে থাকি লাল পাড় শাড়ি আর সিদুঁর টিপ পরা….
চেনা অচেনা নারীর মুখ পানে, তোকে খুজি…

প্রিয়া আমার, অলক্ষ্যে আমার চোখের জ্বল কি প্রমান করে না,
তোর জন্য আমার প্রেম?
তোর জন্য আমার ভালবাসা?

যদি আমি পুনর্জন্ম পাই,
তোকেই আবার আমি চাই!
তোর জন্য আমার খা খা করে বুক,
মনে হয় ব্যাবিলন শূন্য উদ্যান!