আমি দেখতে চাই! আমি তোমার বুকে বন্দি… কয়েদি
আর এইজন্যই আমি ডাকাত হতেও রাজি আছি!
তোমার ঐ দু চোখ আমাকে মাতাল করে দেয়,
আমি মাতাল নই, প্রেমিক হতে চাই!
আমি অধরে তোমার চুমু খেতে চাই!
প্রিয়তমা, তোমার দুচোখ বন্ধ কর
ও চোখে মাদক আছে!
এখনই, দেরি করো না,
নচেৎ মাদক অধিদপ্তরে তোমার বিরুদ্ধে
মাদক বহনের নালিশ দিব আমি!
আমি মাতাল নই, প্রেমিক হতে চাই!
আমি দেখতে চাই! আমি তোমার বুকে বন্দি… কয়েদি!
প্রিয়তমা, তোমার দুচোখ বন্ধ কর
ও চোখে মাদক আছে!
