তোমার বরাবর একটি চিঠি লিখতে চাই,
চিঠির শেষ শব্দটি হবে “ভালবাসি”!
চিঠির পর সমাচার তোমার আমার স্মৃতি –
সুখের, দুখের কথা।
মনে করিয়ে দিব সব ঝগড়া,
অযথা কথা কাটাকাটি।
মাঝে থাকবে, তোমার আমার পরিকল্পনায় –
কি হয়েছে -কি হয়নি, কেন হয়নি,
তার ব্যবচ্ছেদ, ময়না তদন্ত!
আমি চিঠিটি লিখতে চাই-
অনেক কথা জমে গেছে,
তোমার ঠিকানা জানা নেই…
