খুব ইচ্ছা করে একটা ঘুড়ি হতে,
রঙ্গিন ঘুড়ি! সূতায় বাধা….
নাটাই থাকবে তোমার হাতে!
ইচ্ছে হলেই গুটিয়ে নিবে আমায়,
আবার উতাল বাতাসে উড়িয়ে নিবে!
আমিও হব নাছোড়বান্ধা ঘুড়ি,
এদিক ওদিক উকিবুকি, ডানে বামে গোত্তা খাওয়া।
কান্নিদিয়া করবা আমায় নিয়ন্ত্রন।

হবা আমার মালিক তুমি?
কিশোরির হাতে নাটাই ঘুড়ি।