রাজনীতি শব্দটাই এখন অশ্লীল,
যতটা বিবস্ত্র শরীর- আদিম।
ভোট তার চাইতে বেশি অশ্লীল,
যতটা, দুর্গন্ধময় বিষ্টা- বিশ্রী!