প্রতি নাগরিক পিছু ৫০০ টাকা করে এই অস্ত্রের বাজেটে যাচ্ছে ।।
মাননীয় প্রতিরক্ষা মন্ত্রনালয়,
আমার ভাগের ৫০০ টাকা অস্ত্রের পিছনে ব্যয় করমু না। আমার ৫০০ টাকা দিয়া দেন। সে টাকা দিয়া ছোট্ট একটি ফুলের বাগান বানামু। গন্ধরাজ, রজনীগন্ধা, সূর্যমুখী, জিনিয়া, পিটুনিয়া, দোপাটি, বিচিত্রা, বেলি, জুঁই, চাঁপা ফুলের চারা কিনমু। সাথে একদিস্তা খাতা আর একটা কলম কিনুম কবিতা লিখার জন্য।
আমি অস্ত্র-সমরাস্ত্রে নাই।।
