এতদূরে যদি থাক
কি করে বুঝবে?
কোনটা সমুদ্রের ঢেউ!
কোনটা জোছনা!
কোনটা আমি?
কি করে বুঝবে?
কোনটা সমুদ্রের ঢেউ!
কোনটা জোছনা!
কোনটা আমি?
কতদিন আর এ জীবন
সুর বিহীন, বাঁশি!
কিভাবে বুঝবে, পাহাড়ের কান্না ঝর্না!
কিভাবে বুঝবে, ঝড় মানে প্রলয় নয়!
সূর্য কেন লাল হয় উদয়ে?
চাঁদ কেন ডুবে যায় অন্ধকারে!
নদী কেন মিশে যায় সমুদ্রে?
এতদূরে যদি থাক
কি করে বুঝবে?
আমি কেন ফিরে আসি
বারে বারে তোমার কাছে?
সুর বিহীন, বাঁশি!
কিভাবে বুঝবে, পাহাড়ের কান্না ঝর্না!
কিভাবে বুঝবে, ঝড় মানে প্রলয় নয়!
সূর্য কেন লাল হয় উদয়ে?
চাঁদ কেন ডুবে যায় অন্ধকারে!
নদী কেন মিশে যায় সমুদ্রে?
এতদূরে যদি থাক
কি করে বুঝবে?
আমি কেন ফিরে আসি
বারে বারে তোমার কাছে?
