একটা প্রেম চাই,
অনবদ্য কাহিনীর প্রেম!
দুর্দান্ত-দূরন্ত একটা প্রেম!
সাহসী এবং সবকিছু ফেলে আসা একটা প্রেম।
যে প্রেম লোকচক্ষুর ভয় উপেক্ষা করে,
হাত ধরে ঘুরে বেড়াবে.. জনসম্মুখে,
যখন তখন চুম্বন করবে আমার ঠোঁটে!
আড়াল খুজে বেড়াবে না,
একটু পাশে বসতে আলিঙ্গনে!
অযথাই করবে অনুযোগ অভিযোগ…
অথবা অযথাই ঝগড়া বাধাবে,
যেন আরো কাছে টেনে নিতে পারি!
আমাদের ঝগড়া থামাতে,
রেফারির ভূমিকায় আবর্তিত হবে, ট্রাফিক পুলিশ।
ঝগড়ায় আমরা কে জিতেছি, কে হেরেছি
রায় দিবেন, সয়ং মহামান্য রাষ্ট্রপতি!
একটা প্রেম চাই,
এমন একটা প্রেম,
ডাকলেই আমায় সারা দিবে,
ব্যস্ততায় বাহানা যেখানে রতিক্রিয়ায় বাধা হবে না।
কামনা বাসনার সঙ্গী হবে আমার,
সাথে সমস্ত জীবনের পাপের ভাগও নিবে।
ভাগ নিবে আমার সমস্ত দুঃখ বেদনার।
একটা প্রেম চাই,
দুর্দান্ত-দূরন্ত একটা প্রেম!
সবচেয়ে সাহসী একটা প্রেম।
সবকিছু ফেলে আসা প্রেম।
