ইদানিং কোন কিছুই ছুঁয়ে যায় না!
না তোমার ভালবাসা,
না ওদের ধর্মীয় উগ্রতা!

আমি বধির হয়েছি,
হয়েছি বোবা এবং কানা।
আমি কিছু শুনি না, এমনকি তুমি চিৎকার করে যখন বলো, “ভালবাসি”
আমি কিছু বোবা হয়েছি,
যখন প্রচন্ড চিৎকার করে বলার সুযোগ থাকে “ভালবাসি”
আমি দেখি না,
যখন তুমি অনিন্দ্য সুন্দরী অপ্সরা হয়েও সামনে আসো।
কারন, আমি শিখে গেছি অনুভূতিহীন বাঁচতে হয়!
আমি শিখে গেছি, চুপ করেই এ সমাজে বাচতে হয়!
নির্লজ্জ-বেসরম-বেহায়া হয়েছি!
আমি! হ্যা এই আমি-
স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাধরের পাছা চেটে খেতে রাজি হয়ে আছি!
আমার ঘৃনা নাই, আমার লজ্জা নাই!
বরং আমি স্বগর্ভে বলতে দ্বিধা করি না,
আপনার পাছাটা একটু উদাম করে দিবেন?
চেটে চেটে খাব!
ওমুকের চাইতে আমি বেশ ভাল, পাছা চেটে দিতে পারি!
নির্লজ্জ-বেসরম-বেহায়া আমি আজ!
এইটাই নাকি এই সময়ের আর্ট!