শুধু মাত্র একটি প্রেমের অভাবে –
ভাতের দাবি, ভোটের দাবি আমি ভুলে গেছি।
আমি ফু দিয়ে গরম এক কাপ চা খাই না কতদিন?
হিসেবে কুলায় না, মনে করে ছয় কুড়ি গুনেছি,
এরপর আলসেমী লাগে। এর চেয়ে তারা গোনা ঢের ভাল।
রাতের নিস্তব্ধতায়, নেড়ী কুকুরগুলো
আমার একাকীত্বের স্বাক্ষী।
পুরনো দেয়ালের খসে পড়া,
চুনের আস্তরও আমাকে কটাক্ষ করে।
আদতে তার সাথে আমার পার্থক্য খুবই সামান্য-
তার যেমন ধারক নাই, আমারও ধারক নাই।
অথচ দুজনেই আমরা কতভাবে রক্ষা করতে পারতাম!
চুনের আস্তর- দেয়ালকে,
আমি তোমাকে।
একটা প্রেম ফিরিয়ে দিতে পারে,
ভাত-কাপড় আর কাজের দাবি।
এক কাপ গরম চা।
রাতের নিস্তব্ধতায় নেড়ী কুকুরের বদলে সঙ্গী হবে
চাদ-তারা-ধুমকেতুরা।
চুনের আস্তরের উপর লিখে দিতে পারতাম,
দেয়াল লিখন, কত কত অলংকরন।
লাল-কালো-নীল রংয়ের
লতা-পাতা-পাখি-ফুল-দাবি।
