খোলা আকাশ কি ভীষন নীল!
কত বিশাল, তার বক্ষ!
সেই আকাশ,
ঝুকে চুমু খাচ্ছে মাটিতে…
সিদুর রঙ্গ, রাঙ্গছে পূবে!
সূর্যালোক শেষ!
আকাশ ডুবে যাবে আধারে।
আকাশের বুকে ঠাই নিবে,
সব তারারা!
হঠাৎ, দেখি
আমার মনটাইতো আকাশ!
কত বিশাল, তার বক্ষ!
সেই আকাশ,
ঝুকে চুমু খাচ্ছে মাটিতে…
সিদুর রঙ্গ, রাঙ্গছে পূবে!
সূর্যালোক শেষ!
আকাশ ডুবে যাবে আধারে।
আকাশের বুকে ঠাই নিবে,
সব তারারা!
হঠাৎ, দেখি
আমার মনটাইতো আকাশ!
