শরীর নয়,
তোমার মনের দখল চাই
প্রিয়তমা!
তোমার মনের দখল চাই
প্রিয়তমা!
একটা চুমু ভাগ করে নেয়ার জন্য,
একজোড়া শুষ্ক ঠোট দরকার!
ক্ষনিকের জন্য এক জোড়া নাক,
আমরা যৌথ প্রচেষ্টায় অদৃশ্য করে দিব।
আমরা বিলীন করে দিবে,
তামাম দুনিয়ার সকল দু:খ।
আমরা আলিঙ্গণে বুঝে নিব-
যার যার লাভ ক্ষতির হিসেব।
তামাম দুনিয়ার সকল দু:খ।
আমরা আলিঙ্গণে বুঝে নিব-
যার যার লাভ ক্ষতির হিসেব।
