আমি অপেক্ষায় থাকি রাত জেগে,
সারাদিনের ব্যস্ততায়,
কাজের ফাঁকে মনে পড়ে না তাতো নয়।
কিন্তু নাগরিক জীবনে,
অপেক্ষা করার জন্যও সময় দরকার।
তাই রাত জাগি।

রাত জেগে অপেক্ষা করি….
আমি অপেক্ষা করি এমন এক বন্ধুর
যে আমাকে জড়িয়ে ধার দিবে কিছুটা উষ্নতা।

আমারে ঠোটে আলতো করে বুলিয়ে দিবে
শীতল একটি আঙ্গুলের ছোয়া।
কনকনে শীতের রাতে, কুয়াশা সরিয়ে দেখাবে চাঁদ।