একটা সীমা রেখা টেনে দিলাম,
হয় তুমি মানবিক, না হয় আমার শত্রু…
কোন রকমের দলকানার ঠাই নাই আমার লিস্টে,
সে তুমি যেই হও না কেন।

‘‘যদি, কিন্তু, অথবা, ধরেন” শব্দ প্রয়োগে,
সোজা খোয়ারে।

হয় তুমি আমার বন্ধু, না হয় আমার শত্রু।
সোজা সরল রেখার সীমা রেখা।
নিরপেক্ষতার ধ্বজভঙ্গ দন্ড!
আমার সামনে, না আনাই শ্রেয়।

কারন আমি শোষিতের পক্ষে